Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রেস নোট ২৫/০৪/২০২০
বিস্তারিত

প্রেস নোট

25/৪/২০২০

এখন পর্যন্ত

বিশ্ব

বাংলাদেশ

আক্রান্ত

২8,20,৯35

4689

মৃত

১,96,৯35

131

সুস্থ

৭,79,774

112

সুত্রঃওয়ার্ল্ডোমিটার তারিখঃ ২5/৪/২০২০ সময়ঃ সকাল ১১ টা

 

কোভিড-19 পরিস্থিতি (২৫/৪/২০20)

ক্রমিক নং

 

পূর্বদিন পর্যন্ত  সংখ্যা

বর্তমান তারিখে সংখ্যা

মোট সংখ্যা

মন্তব্য

 

আক্রান্ত

0

 

0

 

 

নমুনা সংগ্রহ

২৬০

 

২৬০

 

 

রিপোর্ট প্রাপ্তি

১০৮

 

১০৮

 

 

বাড়িতে কোয়ারেন্টাইন

২৫০৪৮

২৫০৪৮

 

 

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

৩৭৯৩

3৭৯৩

 

 

আইসোলেসন

 

 

কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত

1৪২৮৩

৬৬২

1৪৯৪৫

 

 

আরোগ্যলাভকারী

0

0

0

 

 

মৃত্যুবরণকারী

0

0

0

 

 

১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত

11248

0

11248

 

 

ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি

11248

0

11248

লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে

 

চিকিৎসা চিত্রঃ

 

চিকিৎসা সরঞ্জাম

সংখ্যা

মন্তব্য

এ্যাম্বুলেন্স

০৩

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।

 

ভেন্টিলেশন

অক্সিজেন সিলিন্ডার

২০

নেবুলাইজার

২০

 

 

 

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন চিত্রঃ  

উপজেলার নাম

প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন

হোম কোয়ারিন্টাইন

আশাশুনি

64

৩৪৪৬

দেবহাটা

75

৪৯৩

কালিগঞ্জ

0

১৪৩০

শ্যামনগর

৬০

৩৫০০

কলারোয়া

1

২২৪

তালা

১০৩০

সদর

12

0

মোট

২১২

১০১২৩

গত ১৪ দিনে নারায়নগঞ্জ, মাদারিপুর এবং শরিয়তপুর থেকে লক ডাউনের মধ্যেও ১২ হাজারের বেশি মানুষ সাতক্ষীরা জেলাতে এসেছে।

 

জেলার সরকারি সহায়তা পরিস্থিতি:

ক্রমিক নং

উপজেলার নাম

খাদ্য সহায়তা বিতরণপরিমাণ

নগদ অর্থ বিতরণ পরিমাণ

মন্তব্য

   

161 মেঃ টন

5,99,500/-

মোট ৮৬৩০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

2.

কলারোয়া

92 মেঃ টন

4,30,000/-

3.

তালা

105 মেঃ টন

4,74,000/-

4.

আশাশুনি

97 মেঃ টন

4,90,000/-

5.

দেবহাটা

66 মেঃ টন

3,37,000/-

6.

কালিগঞ্জ

96 মেঃ টন

4,61,500/-

7.

শ্যামনগর

114 মেঃ টন

5,15,000/-

8.

সাতক্ষীরা পৌরসভা

98 মেঃ টন

4,62,০00/-

9.

কলারোয়া পৌরসভা

34 মেঃ টন

1,28,000/-

 

মোট =

863 মেঃ টন

৩8,97,০00/-

 

বেসরকারি ত্রাণ তহবিলের তথ্যঃ

 উপজেলার নাম

বেসরকারি ত্রাণ তহবিলে সংগ্রহ (লক্ষ টাকা)

জেলা প্রশাসকের কার্যালয়ে  (সংগৃহীত)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  (সংগৃহীত)

আশাশুনি

১০.৩৫

  • জেলা প্রশাসকের ঈদ বোনাস
  • জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ
  • সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ১ লক্ষ টাকা নগদ অনুদান
  • উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ
  • উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বেতন
  • প্রবাসী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীগণ

দেবহাটা

৩.২৫

কালিগঞ্জ

১৬

শ্যামনগর

৭.২০

কলারোয়া

1.৪৩

তালা

৪.৭৪

সদর

১.৭৪

 

শ্রমিকদের ত্রাণ বিতরনঃ 

সাতক্ষীরার বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব অর্থায়নে ৫,৬০,০০০ টাকায় ১০০০ জন বাস-মিনিবাস শ্রমিকের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া তুলে দেওয়া হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির অর্থায়নে ১৫৫০ জন ট্রাক শ্রমিকের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া তুলে দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ বাজারঃ

ক্রম

ভ্রাম্যমাণ বাজারের স্থান

 

  1.  

১ নং ওয়ার্ডে গণমুখী ক্লাব

  • জনসমাগম কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
  • সকাল ১০ টা থেকে দুপুর ১ টা।
  • উপজেলা এবংইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ বাজার কার্যক্রম চলমান
  • মাহে রমজান উপলক্ষে আজ থেকে ১৬ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু হবে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।   

 

  1.  

২নং ওয়ার্ডে্ লস্কর পাড়া স্কুল মাঠ

  1.  

৩নং ওয়ার্ডে পল্লীমঙ্গল স্কুল মাঠ

  1.  

৪নং ওয়ার্ডে সুলতানপুর স্কুল মাঠ

  1.  

৫নং ওয়ার্ডে কারিমা স্কুল মাঠ

  1.  

৬নং ওয়ার্ডে কুখ্রালি বল ফিল্ড

  1.  

৭নং ওয়ার্ডে আইনউদ্দিন মহিলা মাদ্রাসা মাঠ

  1.  

৮নং ওয়ার্ডে পলাশপোল স্কুল মাঠ

  1.  

৯নং ওয়ার্ডে রসুলপুর ফুটবল মাঠ

 

জেলার সামগ্রিক প্রচারণা, ত্রাণবিতরণ (মধ্যবিত্ত ও শ্রমিকশ্রেণি) ও ভ্রাম্যমান বাজারের চিত্রঃ

নাম

প্রচারণা

জীবাণুনাশকস্প্রে

ত্রাণবিতরণ (মধ্যবিত্ত)

ত্রাণবিতরণ (শ্রমিক)

বাজার স্থানান্তর

ভ্রাম্যমান বাজার চালু

সাতক্ষীরা সদর

৩১

১২৬

৩১০০

২০০০

৪২

তালা

১২

১২০

২৫০

১৫০

১৪

২৪

কলারোয়া

২০

১৪

৯০

৫০০

২৭

১০

কালিগঞ্জ

১২

১৩

২২০

১৩০০

১০৫

আশাশুনি

৫৮

৭৭

৬৫

১৩০

২৭

১৬

শ্যামনগর

১০৮

-

৪৫০০

৬০০০

১৯   

৩১

দেবহাটা

৩৫

২৩

৫৭৭৫

৪৩৫

১০

জেলা প্রশাসন

৫৮৫

২৬৭০

  •  

ইফতার বাজারঃ ১৬

সাতক্ষীরা পৌরসভা

-

২৭

১৩০০

১০৩০

-

              

মোবাইল কোর্টের তথ্যঃ

উপজেলার নাম

মামলার সংখ্যা

জরিমানা

আশাশুনি

৫৫০০

দেবহাটা

৪৫০০

কালিগঞ্জ

৩৪০০

শ্যামনগর

১৩০০

কলারোয়া

৮০০

তালা

৫০০

জেলা প্রশাসন

১৩০০০

মোট

২৬

২৯০০০

 করোনা প্রতিরোধে ২০৭৪ টি মামলায় ২০২৬ জন ব্যাক্তি ও ৪৮ টি প্রতিষ্ঠানকে ২০,৭৭,৫৮৭ লক্ষ টাকা জরিমানা

 

রমজান চিত্রঃ

১৬ টি ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু হয়েছে

মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিবিড় বাজার মনিটরিংয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে

মোবাইল কোর্টের কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতাযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে

 

সাতক্ষীরা জেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীর তথ্য:

উপজেলার নাম

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী পরিবার

 

আশাশুনি

৪৪৮৩৯

জেলা প্রশাসনের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ এর মাধ্যমে সকল শ্রেণী-পেশার ভিত্তিক তালিকা প্রণয়ন করবে যেখানে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করা হবে

দেবহাটা

১৯৯০৪

কালিগঞ্জ

৪৯১৩৮

শ্যামনগর

৫৯১৬৭

কলারোয়া

৩৩০৮৯

তালা

১৮৭৪০

সদর

৫১৫৩১

মোট

২৭৬৪০৮

 

বিতরনঃ

প্রতিদিন সকাল ১১.৩০ এ ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে সচেতন করেন জেলা প্রশাসক।

জেলা ও উপজেলায় 3১৭০০ মাস্ক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে

জেলা ও উপজেলায় ৬০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

 

 

 

 

 

সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬ হাজার মেট্রিকটন। কৃষিবিভাগের সাথে সমন্বয় সভা করে ধানকাটা ধানক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে । সাতক্ষীরা জেলা থেকে যে সকল কৃষক ধান কাটতে অন্য জেলায় যেতে চান তাদের জন্য প্রতিটি উপজেলায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  কৃষকদের যাতে কষ্ট করে উপজেলা পরিষদে আসতেনা হয় সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যনে আবেদন সংগ্রহ করা হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে তাদের অন্য জেলায় যাওয়ার অনুমতি প্রদান করা হবে। সেই সাথে সাতক্ষীরা জেলাতে ধান কাটতে যেন কোন সমস্যা না হয় তার জন্য কৃষকের পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসক আজকে ধান কাটা কার্যক্রম দেখতে সরাসরি মাঠে যান এবং কৃষক ভাইদের সাথে কথা বলেন, তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটতে সবাইকে উদ্বুদ্ধ করেন।  

সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় প্রতিদিন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক  অভিযান পরিচালনা করা হয়। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে  সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধি এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরনে অভিযান চলমান রয়েছে।

সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে ৬ টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন অভিযানে সর্বশেষ তথ্যমতে এখন পর্যন্ত ২২ মামলায় ২২ জনকে ২১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ৪ মামলায় ৩৪০০ টাকা, শ্যামনগর উপজেলায় ৬ টি মামলায় ১৩০০ টাকা, আশাশুনি ৫ টি মামলায় ৫৫০০ টাকা, কলারোয়া উপজেলায় ২ মামলার ৮০০ টাকা এবং জেলা প্রশাসনের ৬ মামলায় ১৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে মোট ২০৭৪ টি মামলায় ২০২৬ জন ব্যাক্তি ও ৪৮ টি প্রতিষ্ঠানকে ২০,৭৭,৫৮৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
29/04/2020
আর্কাইভ তারিখ
31/07/2020