Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস পরিচিতি

সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে যশোর-সাতক্ষীরা সড়কে সার্টিক-হাউজের সন্নিকটে রসুলপুর মোড়ে অবস্থিত। কার, জীপ, রিক্সা/ভ্যান যোগে যাতায়ত সম্ভব। রিক্সা/ভ্যান ভাড়া ৫/- টাকা।

 

দপ্তর প্রধানের নাম     ঃ মো: নজরুল ইসলাম

পদবী        ঃ চেয়ারম্যান

               জেলা পরিষদ, সাতক্ষীরা 

 

 

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ ঃ

 

০১। জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন চলমান প্রকল্প, রাস্তা-ঘাট, ব্রীজ, পুল-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ডাকবাংলো, জেলা পরিষদের আয়বর্ধক প্রকল্প, অফিস ভবন নির্মান/মেরামত/সংস্কার।

০২। দারিদ্র নিরসন ও নারী উন্নয়নমূলক প্রকল্প।

০৩। আত্ম কর্মসংস্থান জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম।

০৪। ক্রীড়া, সংস্কৃতি, স্কাউটিং, জাতীয় কর্মসূচী, ধর্মীয় ও সামাজিক কল্যানমূলক খাতে অনুদান প্রদান।

০৫। গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান।

০৬। তথ্য ও প্রযুক্তি।

০৭। ইউনিয়ন পরিষদ ভবনে পাঠাগার স্থাপন, ভাষা শহীদ ও বীর শ্রেষ্ট গ্রন্থাগার ও জাদুঘর সংরক্ষন।

০৮।     খেয়াঘাট ইজারা প্রদান।

০৯। পুকুর ইজারা প্রদান।

১০। সুপার মার্কেট হতে রাজস্ব আয়।

১১। রাস্তা/পুকুর পাড়ে জমি ইজারা প্রদান।

১২। গাছ/পুরাতন ভবন নিলামের মাধ্যমে রাজস্ব আয়।