Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Satkhira's attraction, Road to the Sundabans

ডাউনলোড ব্র্যান্ড বুক

জেলা ব্রান্ডিং

বিস্তারিত

ঘনবসতিপূর্ণ ও সীমিত সম্পদের বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার রুপকল্প-২০২১ এবং একটি সুখী ও সমৃদ্ধ উন্নত দেশে রুপান্তরের জন্য রুপকল্প-২০৪১ প্রণয়ন করেছে। উক্ত রুপকল্পসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজন দ্রুত ও ধারাবহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বাংলাদেশের প্রতিটি জেলাই বিভিন্নভাবে স্বাতন্ত্র্যমণ্ডিত এবং অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। সাতক্ষীরা জেলা তার ব্যতিক্রম নয়। বরং জেলা হিসেবে অন্যান্য যে কোন জেলার চেয়ে এই জেলার বিশেষ স্বতন্ত্র্য বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বন সুন্দরবনের অবস্থান, ঐতিহ্য ও সংস্কৃতিকে পুঁজি করে কার্যকর ব্রাণ্ডিংয়ের মাধ্যমে জেলাটিকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সকলের মাঝে তুলে ধরা সম্ভব।

জেলা ব্র্যান্ডিং এর কর্মপরিকল্পনা

কর্ম পরিকল্পনা

ইতোমধ্যে সাতক্ষীরা জেলা ব্রাণ্ডিংয়ের উদ্যোগে বাস্তবায়নের লক্ষে স্বল্প, মধ্য ও দীর্ঘ্যমেয়াদে বিভিন্ত কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। জেলার সর্বস্তরের মানুষের সাথে জেলা ব্রাণ্ডিং বিষয়ক মতবিনিময়কর‌্ণ ও সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতের সবল দিক, দুর্বলতা, সম্ভবনা ও ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি জেলা ব্র্যাণ্ডিং মেলা আয়োজন, ব্রাণ্ডিং স্যুভেনির তৈরি, জেলা বাতায়নে জেলা ব্র্যাণ্ডিং ওয়েব পেইজ তৈরি, পর্যটন স্থানগুলো সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ, হোটেলের ক্যাটালগ তৈরি ও হালনাগাদকরণ, জেলা ব্র্যাণ্ডিং মনুমেন্ট তৈরি, পর্যটন কেন্দ্রে পাবলিক টয়লেট স্থাপন ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণ ইত্যাদি নানাবিধ পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া জেলা ব্র্যাণ্ডিং বিষয়ে একজন জেলা ফোকাল পয়েন্ট নির্ধারণ ও বিভিন্ত কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।