Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শ্যামসুন্দর মন্দির

উপজেলা সদরের আট কিলোমিটার পশ্চিমে সোনাবাড়িয়া গ্রামে অপুর্ব শিল্প সৌন্দর্য অঙ্গে ধারণ করে একটি তিনতলার মন্দির আজো টিকে আছে । এর নাম ‘শ্যামসুন্দর মন্দির’ । মন্দিরের গায়ে যে ইটের ফলক আছে তা থেকে জানা যায়, এটি নির্মিত হয়েছিল ১৭৬৭ সালে । আর এটির নির্মাতা হরিরাম দাস । প্রাচীন এ মন্দিরটি ‘সোনাবাড়িয়া মঠ’ নামেও পরিচিত । এটি প্রাচীন ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য স্মারক । তিন তলার এ মন্দিরের উচ্চতা ৬ফুট । মন্দিরের মাপ ৩৩ফুট-৩৩ফুট । প্রতিদিন বহু দর্শনার্থী ও তীর্থযাত্রী ভ্রমণে আসেন এখানে ।

 

 

প্রয়োজনীয় তথ্য

শহর থেকে আনুমানিক দুরত্ব ৪৫ কিলোমিটার।

রাস্তার নাম ।সাতক্ষীরা-যশোর সড়ক, কলারোয়া-সোনাবাড়ীয়া সড়ক

স্পটে পৌছানোর ব্যয় ।৬০ টাকা

ভ্রমণের জন্য পাওয়া যায় বাস, বেবী টেক্সি রিকসা, ভ্যান।